।।ভোট দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।।


বাংলাদেশ ডেস্ক, ৭জানুয়ারী,
  বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার সকাল  সকাল ৮টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিএনপি-জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা চলমান হরতাল সত্ত্বেও ভোট দিতে ভোটকেন্দ্রের বাইরে সারি বদ্ধ ভাবে লাইনে দাড়িয়েছেন। এবং আমেজ নিচ্ছেন গনতন্ত্রের উৎসবের।ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।


এদিন সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা)  ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

।।ভোটাধিকার প্রয়োগ করছেন সাকিব আল হাসান।।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ভোট দিয়েছেন মাগুরা -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তথা বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও।


বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। খুব সতর্ক হয়েই গনতন্ত্রের উৎসব পালন করছে বাংলাদেশের মানুষ।বাংলাদেশে নির্বাচন কমিশন গোটা দেশেই বজ্র আঁটুনি নিরাপত্তা ব্যবস্থার  আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *