বাংলাদেশ ডেস্ক , ৭জানুয়ারী ।।
   শুরু হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রবিবার সকাল থেকেই চলছে ভোট গ্রহন। বাংলাদেশের মোট আসন সংখ্যা তিনশ। তবে ভোট গ্রহণ চলছে ২৯৯টি আসনে। একটি আসনে ভোট গ্রহণ হচ্ছে না।বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন,দেশের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হয়েছে ।


এই কারণে এই  কেন্দ্রের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া তা বাতিল করা হবে।


বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী সময়ে  এই আসনের  নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বর্তমানের বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *