স্পোর্টস ডেস্ক, ২৭মার্চ।।
দেশের জার্সি গায়ে জড়িয়ে এবারও বিশ্ব আসরে খেলবে বিষ্ময় বালিকা তথা পূর্বোত্তরের একমাত্র মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আর্শিয়া দাস। ১-‌১৪ জুন গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতা। তাতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি। গেলো বছর গুজরাটে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র (‌অনূর্ধ্ব-‌১৯) দাবা প্রতিযোগিতায় ১১ রাউন্ডে সাড়ে ৭ পয়েন্ট করে ১৩ তম স্থান পেয়েছিলো হোলিক্রশ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীটি।


সেই সুবাদে এবছর বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করে সে। আসরে ভালো খেলার লক্ষ্যে এখন জোড় কদমে প্রস্তুতি শুরু দিয়েছে ‌মেট্রিক্স চেস আকাদেমির ওই ছাত্রীটি। বিশ্ব আসরে আর্শিয়া ভালো খেলবে বিশ্বাস করেন কোচ প্রসেনজিৎ দত্ত। তিনি অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আর্শিয়াকে। তবে আসরে লড়াই যে খুবই কঠিন হবে তা জানে খোদ আর্শিয়া। তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে সোনার মেয়ে ১৪ বছরের আর্শিয়া। স্কুল থেকেও যাবতীয় সহযোগিতা করা হচ্ছে। স্কুলের অধ্যক্ষ, সহকারি অধ্যক্ষ,শিক্ষক এবং শিক্ষিকারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন আর্শিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *