ডেস্ক রিপোর্টার,২৪ জুলাই:
স্বামী পূর্ণচৈতন্য। “মেডিটেশনে”র দুনিয়ায় এক বিস্ময় নক্ষত্র ।তিনি বিদেশি হলেই আঁকড়ে ধরেছেন ভারতীয় সংস্কৃতিকে। স্বামী পূর্ণচৈতন্য শ্রী শ্রী রবি শঙ্করের শিষ্য। গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করের সংস্পর্শে এসে জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে স্বামী পূর্ণচৈতন্যের। শ্রী শ্রী রবি শঙ্করের সান্নিধ্যে এসেই স্বামী পূর্ণচৈতন্য “ধ্যান” সম্পর্কে অর্জন করেন অভিজ্ঞতা।”ধ্যান” কি তিনি বাস্তব জীবনে উপলব্ধি করতে পেরেছেন।
ধ্যান সম্পর্কে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই স্বামী পূর্ণচৈতন্য সম্প্রতি একটি বই লিখেন। বইয়ের নাম “Looking Inward: Meditating to Survive in a Changing World”। এই বইয়ে রয়েছে তাঁর জীবনের দুর্দান্ত কিছু গল্প। মেডিটেশনের কাজে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই মূল্যবান বইয়ে।শত ব্যস্ততার মধ্যেও কিভাবে একজন মানুষ সাধনা করতে পারেন স্বামী পূর্ণচৈতন্য তাঁর লেখা
“Looking Inward: Meditating to Survive in a Changing World”–এই বইয়ে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন। একজন মানুষ সদা ব্যস্ততার মধ্যে ধ্যান করে কিভাবে শরীর ও মন ভাল রাখতে পারেন এই সংক্রান্ত বিষয়ে স্বামী
পূর্ণচৈতন্য নানান গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।একজন মানুষ মেডিটেশনের মাধ্যমে কিভাবে তাঁর জীবনকে উপলব্ধি করতে পারেন এই বিষয়ে স্বামী পূর্ণচৈতন্য অনুপুঙ্খ তথ্য তুলে ধরেছেন জনসম্মুখে। শিষ্যদের কাছে
স্বামী পূর্ণচৈতন্যের বইটি একটি দলিল হিসাবে স্বীকৃতি পেছেন এবং আধ্যাত্মিক বিশ্বে বইটি সমান ভাবে সমাদৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *