ডেস্ক রিপোর্টার,২৬ জানুয়ারি।।
         ফের বাম – কংগ্রেস জোটের নতুন সমীকরণ। দুই দলের মধ্যে হবে  আসন রদ বদল।বাধারঘাট কংগ্রেসকে ছেড়ে দেবে বামেরা।বিনিময়ে নিয়ে যাবে সূর্য্যমনি নগর ।বামেরা কংগ্রেসকে ছেড়ে দিচ্ছে মজলিশপুর।বিনিময়ে কংগ্রেস ছেড়ে দিচ্ছে কমলপুর ।বাম – কংগ্রেসের এই জটিল অঙ্কের
প্রভাব শাসক দল বিজেপির অন্দরেও।
বাধারঘাট থেকে বিজেপির প্রার্থী চূড়ান্ত ছিলেন মীনা সরকার।কিন্তু কংগ্রেস টিকিট দেবে মীনার দাদা রাজকুমার সরকারকে।এখন বিজেপিকে পরিবর্তন
আনতে হবে প্রার্থী তালিকায়। কারণ রাজকুমার ও মীনা কংগ্রেস – বিজেপি থেকে লড়াই করলে ভাতৃস্নেহে মীনা অনেকটা দুর্বল হয়ে পড়বে।এই সুযোগ কাজে লাগিয়ে কংগ্রেস প্রার্থী রাজকুমারের পক্ষে আসনটি বগল দাবা করার সম্ভাবনা প্রবল থাকবে। এই কারণেই বিজেপির প্রার্থী তালিকা পরিবর্তন করা জরুরী বলে মনে করছেন রাজনীতিকরা। নয়তো বাড়বে বিড়ম্বনা। হাত ছাড়া হতে পারে বাধারঘাট। বামগ্রেস রাজনীতির অন্দর মহল থেকেই ভেসে আসছে এই সংক্রান্ত খবর।


এআইসিসির খবর অনুযায়ী, বুধবার দিনভর ত্রিপুরা ইস্যুতে বৈঠক হয়েছিলো। তারা বামেদের ছেড়ে দেওয়া ১৩টি আসনে লড়বে না কি মাঠে নামবে পৃথক ভাবে। শেষ পর্যন্ত ১৩ টি আসনে লড়াইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বৃহস্পতি বারও হয় বৈঠক। এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়  কিছু কিছু আসনে রদ বদলের প্রস্তাব দেবে কংগ্রেস।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কংগ্রেসের পক্ষ থেকে বামেদের জানিয়ে দেওয়া হয়,বাধারঘাট কেন্দ্রটি কংগ্রেসের জন্য ঊর্বর। বরাবরই সেখানে কংগ্রেসের আধিপত্য। তাই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিলে তাদের পক্ষে সুবিধা হবে। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ইমেজকে কাজে লাগিয়ে তারা আসনটি পুনরায় দখল করতে পারবে।কারণ তারা প্রার্থী করবে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ভাই রাজকুমার সরকারকে। বিনিময়ে কংগ্রেস সিপিআইএমকে ছেড়ে দেবে সূর্য্যমনি নগর।
একই ভাবে কংগ্রেস মজলিশপুর দাবি করেছে।তবে এখানে সিপিআইএম প্রার্থী করেছিল প্রাক্তন মন্ত্রী মানিক দে’ কে ।তিনি দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছিলেন। তবে ২০১৮ তে ঘটেছিল ছন্দপতন। মানিক দে পরাজিত হয়েছিলেন। জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী তথা রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।



কংগ্রেস দাবি করে মজলিশপুর আসনে তাদের শক্ত ভিত রয়েছে। শক্তির বহর বিজেপি থেকে কোন অংশে কম নয়। তাছাড়া মজলিশপুর অঞ্চলের জনজাতি ভোটারদের মধ্যেও কংগ্রেসের আধিপত্য রয়েছে। স্বাভাবিকভাবেই এই আসনটিকে অনেক বেশি নিরাপদ মনে করছে কংগ্রেস নেতৃত্ব। তাই মজলিশপুর আসনটি কংগ্রেসকে দেওয়ার জন্য দাবি জানিয়েছে কংগ্রেস। বিনিময়ে কংগ্রেস ছেড়ে দেবে কমলপুর। এই কেন্দ্রটি সিপিএম কংগ্রেসের জন্য রিজার্ভ রেখেছিল। কিন্তু এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্ব কমলপুর আসনে লড়াই থেকে দূরে সরে এসেছে। বিনিময়ে তারা চাইছে মজলিশপুর।

প্রাক্তন মন্ত্রী মানিক দে

খবর অনুযায়ী, কংগ্রেসের এই দাবিতে এখনো শিলমোহর দেয়নি সিপিআইএম। খুব শীঘ্রই বাম নেতৃত্ব তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। যতদূর খবর কংগ্রেসের এই প্রস্তাবে সাই দিয়েছে সিপিআইএম নেতৃত্ব। তারা শুক্রবারের সকলের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে  চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে।
        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *