ডেস্ক রিপোর্টার,২৪ জুন।।
মাদক পাচারের নারীরাই এখন কারবারীদের প্রধান অস্ত্র। গাঁজা পাচারের সময় আগরতলা রেল স্টেশনে ফের গ্রেফতার এক যুবতী। ট্রলিতে করে মেয়েটি আগরতলা থেকে দিল্লিতে গাঁজা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। প্রাপ্ত খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি মেয়েটিকে গ্রেফতার করে। তার ট্রলি ব্যাগ তল্লাশির সময় বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। ট্রলি থেকে মোট ২১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। ধৃত নারীর বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা সোমবার সন্ধ্যাতে।
পৃথক ঘটনায় এদিন রাতেই রাজধানী এক্সপ্রেস থেকেই ২৭০ বোতল এস কফ সিরাপ উদ্ধার করে রেল পুলিশ। রাজধানী এক্সপ্রেসে রুটিন মাফিক তল্লাশির সময় পরিত্যক্ত ব্যাগে এস কফ সিরাপের বোতলের হদিশ পায় পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ধৃত যুবতীকে পুলিশ আদালতে সোপর্দ করেছে।

