ডেস্ক রিপোর্টার,২৪মে।
“অভিনয় সহ সম্ভাবনাময় চলচ্চিত্র শিল্পের অন্যান্য প্রাঙ্গণে ত্রিপুরা রাজ্যের যেসকল প্রতিভাবান ছেলে-মেয়ে কাজ করতে আগ্রহী তাঁদের কাজের সুযোগ করে দিতে বিজেপি সরকার উদ্যোগ গ্রহণ করেছে। যাদের অভিনয়ে এবং চলচ্চিত্র সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে মেধা রয়েছে তাঁদের মেধাকে কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যের মত এরাজ্যেও একটি ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার জন্য কাজ করছে সরকার।” বলেছেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্যের চলচ্চিত্র শিল্পের স্বার্থে সোমবার বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের (এস.আর.এফ.টি.আই) শাখার কাজকর্ম দ্রুত শুরু করার জন্য ম্যারাথন বৈঠক করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে। ফিল্ম ইনস্টিটিউট গড়তে কী কী প্রয়োজন তার একটা খসড়া তালিকা প্রনয়নের বিষয় নিয়েই মূলত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল,অধিকর্তা রতন বিশ্বাস, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ইন চীফ দীপক চন্দ্র দাস, সিনিয়র আর্কিটেক্ট সঞ্জীবন দাস,পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারেরা, আগরতলা পুর নিগমের ইস্ট জোনের সহকারী মিউনিসিপাল কমিশনার কিশোর সরকার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। মন্ত্রী বলেন, “খুব দ্রুত ইন্সটিটিউটের কাজকর্ম রাজ্যের চালু হবে। যাঁরা নিজেদেরকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য রাজ্য সরকার একটি সুবর্ণ সুযোগ এনে দিতে দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *