ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
                   দেশ জুড়ে বেজে গিয়েছে নির্বাচনী দামামা।রাজ্যের শাসক – বিরোধী ঝড় তুলছে প্রচারে।প্রার্থীদের সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের রণকৌশল তৈরি করছে। রণ কৌশল তৈরির পেছনে কাজ করছে দলের “থিঙ্ক ট্যাঙ্ক”। প্রতিটি রাজনৈতিক দলেই আছেন তারা।
এই মুহূর্তে প্রদেশ বিজেপির থিঙ্ক ট্যাঙ্কদের একজন দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।ভোটের মুখে অমিত রয়েছেন বড় দায়িত্বে। দল তাকে দিয়েছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশান ম্যানেজমেন্ট কমিটির “ইনচার্জ”র দায়িত্ত্ব। অমিত রক্ষিতের নেতৃত্বে কাজ করছেন প্রদেশ বিজেপির সহ – সভাপতি বিমল চাকমা। তিনি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কো – ইনচার্জ। অমিত রক্ষিত নেতৃত্বেই কাজ করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী  টিংকু রায়। তিনি অমিতের নেতৃত্বাধীন কমিটির কনভেনার।
কমিটির কো – কনভেনার বিধায়ক শম্ভু লাল চাকমা।
কমিটির মোট সদস্য সংখ্যা ৩৭জন। নির্বাচনের প্রতিটি ক্ষেত্রের কাজ কর্মের জন্য পৃথক পৃথক ভাবে প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং মূল কমিটির মাথায় বসানো হয়েছেন প্রদেশ বিজেপির থিঙ্ক-ট্যাঙ্কদের অন্যতম দলের সাধারন সম্পাদক অমিত রক্ষিতকে। অমিতের নির্দেশেই কমিটির সদস্যরা কাজ করছেন।


অমিত রক্ষিতের রাজনৈতিক জীবনে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হওয়াটা নিঃসন্দেহে বড় পাওনা। তাকে নিয়ে দিল্লি নেতৃত্ব যে আগামী দিনে বড় কিছু ভাবছেন, এটা স্পষ্ট। বলছেন, বিজেপির সাধারণ কর্মীরা। প্রদেশ বিজেপির নেতাদের কথায়, সাম্প্রতিক কালে অমিত রক্ষিতের নেতৃত্বের বিজেপির সংগঠন আরোও বেশি শক্ত পুক্ত হয়ে উঠছে। তিনি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক।স্বাভাবিক কারনেই সংগঠনকে সাজানোর ক্ষেত্রে অমিত রক্ষিত একটা বড় ভূমিকা পালন করছেন।
            রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হিসেবে অমিত রক্ষিত আছেন বড় চ্যালেঞ্জের মুখে। কারণ এই আসন থেকে বিজেপির টিকিট লড়ছেন প্রদ্যুৎ কিশোরের দিদি, কৃতি সিং ।তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপাদমস্তক কৃতি তিপ্রা মথার লোক ।পূর্ব আসনের বাঙালি অংশের ভোটারদের অনেকেই কৃতিকে পছন্দ করছে না। তার পেছনে অবশ্যই রয়েছে ভাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদ্যুৎ কিশোরের বাঙালি বিদ্বেষ মন্তব্যের জন্য অনুপজাতি ভোটাররা মনে রাগ পুষে রেখেছে।  অবশ্যই এই রাগ শীতল করার কাজ করছেন অমিত রক্ষিত সহ দলের বাদবাকি শীর্ষ স্থানীয় নেতৃত্ব।দলীয় প্রার্থীকে রেকর্ড সংখ্যক মার্জিনে পাশ করানো অমিতের কাছে চ্যালেঞ্জ। তবে অসম্ভবের কিছুই নেই। প্রার্থী কৃতি সিং- র প্রচারের জন্য গোটা পূর্ব ত্রিপুরা আসন পরিক্রমা করছেন অমিত। অক্ষরে অক্ষরে পালন করছেন দলের দেওয়া দায়িত্ত্ব।


কৃষ্ণনগর কুশা ভাউ ভবনের আবাসিকদের দেওয়া তথ্য বলেছে, রামনগর কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অমিত। দলের পর পর দুইটি কেন্দ্রীয় সার্ভেতে এগিয়ে ছিলেন তিনি।পিছিয়ে ছিলেন বর্তমান প্রার্থী দীপক মজুমদার।যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কারণে দীপককে প্রার্থী করেছে দল।স্বাভাবিক ভাবেই দলের তরুণ নেতা অমিত রক্ষিতকে পূর্ব ত্রিপুরা আসনের অ্যাকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জের দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন আগামীর দিনে অমিতের উপর দলের আরো গুরু দায়িত্ত্ব অর্পণ করা হবে।এটা তারই প্রাথমিক ধাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *