ডেস্ক রিপোর্টার,২৩ জুলাই।।
নাগরিকদের সমস্যা সমাধানে শুরু হওয়া ‘মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমের বুধবার ৪৯ তম পর্ব সম্পন্ন হয়েছে ।এই পর্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগনের বিভিন্ন অভাব-অনুযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মূখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন সরকারী আধিকারিকরা।নাগরিকদের সমস্যার কথা শুনে, তা সমাধান করার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু কিছু সমস্যা মুখ্যমন্ত্রী সমীপেষুর ৪৯ তম পর্ব চলাকালীনই সম্পন্ন হয়েছে।

