ডেস্ক রিপোর্টার, ২২জুলাই।।
পরিবারিক ঝামেলার জেরে স্ত্রী’র দায়ের করা মামলার অপমান সইতে না পেরে আত্মহত্যা করলেন এক টিএসআর জওয়ান।
নাম সঞ্জীব দেবনাথ(৪৭)। তার বাড়ি উওর জেলার ফটিকরায়ের রাজনগরে। আত্মঘাতী সঞ্জীব দেবনাথ টিএসআরের ১৩ নম্বর ব্যটেলিয়নের কর্মরত ছিলেন।
টিএসআর পরিবারের সদস্যদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরে সঞ্জীব দেবনাথের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা চলছিলো। এই ঝামেলার সূত্র ধরে স্ত্রী সঞ্জীবের ঘর ছেড়ে চলে যান অমরপুরস্থিত বাবার ঘরে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সে নবম শ্রেণীতে পড়াশুনা করে। শেষ পর্যন্ত সঞ্জীব দেবনাথ ও তার স্ত্রীর ঝামেলার জল গড়ায় থানা – পুলিশে। তাতেই অপমান বোধ করেন সঞ্জীব।
বিগত কয়েকদিন ধরেই সঞ্জীব উদাসীন ছিলেন। তার চলন – বলনে অসংলগ্নতার ছাপ দেখা গিয়েছিলো। শেষ পর্যন্ত সোমবার ফাঁসিতে আত্মহত্যা করেন সঞ্জীব। স্বামীর মৃত্যুর খবর পেয়ে অমরপুর বাপের বাড়ি থেকে ফটিকরায় স্বামীর বাড়িতে ছুটে আসেন সঞ্জীবের স্ত্রী। এই ঘটনা কেন্দ্র করে গভীর শোকের ছায়া ফটিকরায়ের রাজনগরে।

