ডেস্ক রিপোর্টার,১৬জানুয়ারি।।
          আসন্ন বিধানসভা নির্বাচন দৌঁড়গোড়ায়। চলতি মাসেই ঘোষনা হবে ভোটের। মহাযুদ্ধ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজধানীর আসনগুলির দিকেও তাকিয়ে আছে শাসক বিজেপি,প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেস।১৮- বিধানসভা নির্বাচনে শহরে এক চেটিয়া দাপট দেখিয়ে ছিলো বিজেপি। কিন্তু ২৩ র ভোটে বিজেপি নাকি আগের দাপট দেখাতে পারবে না।বলছেন রাজনীতিকরা।তার পেছনে তারা তুলে ধরছে বেশ কিছু যুক্তি সঙ্গত কারণ।
             সাধারণ মানুষের বক্তব্য, আগরতলা পুর নিগম এলাকায় বিজেপির রেজাল্ট নিম্নগামী হওয়ার আশঙ্কার পেছনে দায়ী কর্পোরেটররা। নিগমের অধিকাংশ কর্পোরেটর জড়িয়ে গেছে দুর্নীতির সঙ্গে। তারা সরাসরি ঠিকাদারদের থেকে টু পাইস কামাচ্ছে। প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা গলাধকরণ করছে।বেশ কয়েকজন মহিলা কর্পোরেটর রয়েছে। তারা নামে কর্পোরেটর হলেও বকলমে তাদের স্বামীরাই কাজ চালাচ্ছেন।এবং বিভিন্ন ভাবে আদায় করছেন তোলা। খোদ রাজধানীর বুক থেকে শুরু করে শহর দক্ষিন অঞ্চল। কর্পোরেটরদের এধরনের কার্য কলাপ কেউ মেনে নিচ্ছে না। মানুষ কর্পোরেটরদের প্রতি বীতশ্রদ্ধ।এর প্রভাব পড়বে আসন্ন বিধানসভা নির্বাচনে।
              নিজ নিজ অঞ্চলে   কর্পোরেটরদের কোন জনপ্রিয়তা নেই। তারা শুধু দৌড়াচ্ছে বে-আইনী অর্থের পেছনে।মানুষ কর্পো রেটরদের ধান্দাবাজি বুঝে গিয়েছে। তাদের কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে মাশুল দিতে হবে।কারণ শেষ নিগম ভোটে বিজেপি কিভাবে ৫০টি আসন দখল করেছিল তা খুব ভালো করেই জানে শহরের মানুষ।এরপরও করপোরেটররা নিজেদের শুধরাতে পারেন নি নিজেদের।বরং সীমাহীন দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে যায়।দলের লোকজনকে তারা কাজ কর্ম না দিয়ে মোটা অংকের বিনিময়ে বিরোধী দলের লোকজনের পেট ভর্তির কাজে ব্রতী হয়েছেন।শুধু কি তাই।বিভিন্ন সরকারি দপ্তরে “বদলি” ব্যবসা। সরকারি কর্মচারীদের বদলি করেই হাতিয়ে নিচ্ছে টাকা। কাদেরকে বদলি করছে? টাকার বিনিময়ে বাম ঘরানার লোকদের বাড়ির কাছে এনে দিচ্ছে।এবং নিজের দলের লোকজনকে কৌশলে পাঠিয়ে দিচ্ছে জেলার বাইরে।কারণ সবেতেই টাকার খেলা। কর্পোরেটদের কাছে নোট দিলেই সব আসান।তাই বিজেপির লোকজনকে বঞ্চিত করে বাম ঘরানার লোকজনকে সুবিধা পাইয়ে দিচ্ছে তারা।আর তাতেই বিগড়ে যাচ্ছে পরিস্থিতি। বিমুখ হচ্ছে খোদ বিজেপির ভোটাররা।ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে শহরে পাল্টে যেতে পারে অনেক হিসেব নিকেশ।এমনটাই গুঞ্জন বিজেপির রান্না ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *