ডেস্ক রিপোর্টার,১৮ডিসেম্বর।।


                   অবশেষে মৃত্যু হয়েছে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের।রবিবার গভীর রাতে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দাউদ ইব্রাহিমের। আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোদ পাকিস্থানের প্রধানমন্ত্রী
আনোয়ার উল হক কাকার।তিনি ট্যুইট বার্তায় দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর জানিয়েছেন।
          পাক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার তার ট্যুইট বার্তায় লিখেছেন, ” মানবতার মেসিয়াহ,প্রতিটি পাকিস্তানি হৃদয়ের প্রিয়, আমাদের প্রিয় মহামান্য দাউদ ইব্রাহিম অজানা বিষ ক্রিয়ায় মারা গেছেন।  করাচির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। “


দাউদ ইব্রাহিমের বিষ ক্রিয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। দাউদের এই বিষ ক্রিয়ার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায় নি। তবে একাংশের মতে দাউদ ইব্রাহিমের এই মৃত্যুর পেছনে ভারতের হাত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী। মুম্বাই বিস্ফোরণের পর পরই দাউদ পাকিস্থানে গা ঢাকা দিয়েছিলো।পাকিস্থান সরকার তাকে দিয়েছিলো আশ্রয়।এবং তাকে অতিথির স্থান দিয়েছিলো পাক সরকার। ভারত আন্তর্জাতিক ভাবে পাকিস্থানকে চাপ দিয়েও দাউদকে নিজেদের গ্রিপে আনতে পারে নি। বারবার পাকিস্থান সরকার, সেনাবাহিনী দাউদকে রক্ষা করেছে।


আন্তর্জাতিক মহলে গুঞ্জন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সুপ্রিমো বিশ্ব ত্রাস উসামা বিন লাদেনকে আমেরিকান সেনা পাকিস্থানে প্রবেশ করে হত্যা করেছিলো।
          


প্রায় একই কায়দায় কি গুপ্তচর ব্যবহার করে ভারত হত্যা করেছে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে? কারণ দাউদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় জয়কার শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *